আইফোন (iPhone)

আইফোন (iPhone)

আইফোন (iPhone) একটি বিশেষ ক্ষমতা সম্পন্ন ও আধুনিক ডিজিটাল ব্যবস্থায়  তৈরি একটি স্মার্টফোন। এটি অ্যাপেল ইনকরাপটেড দ্বারা নির্মিত স্মার্টফোন। অ্যাপেল এর প্রতিষ্টাতা স্টিভ জবস ২০০৭ সালের ৯ জানুয়ারি আইফোন অবমুক্ত করেন। যা বর্তমানের সব চেয়ে আলোচিত স্মার্টফোন। 

আইওএস (ইংরেজি iOS) হলো একটি মোবাইল অপারেটিং সিস্টেম, যার উন্নয়নে ও নিয়ন্ত্রণে আছে অ্যাপল ইনকর্পোরেটেড। এ কোম্পানির বেশিরভাগ যন্ত্রই(ম্যাকবুক ও আইম্যাক ছাড়া) এ অপারেটিং সিস্টেমে চলে।সারাবিশ্বে সর্বাধিক বিক্রি স্মার্টফোন গুলোর মধ্যে আইফোন অন্যতম। 

আইফোন কে ভিডিও ক্যামেরা পাশাপাশি ক্যামেরা ফোন , মিডিয়া কানেক্টর , কলিং , ইন্টারনেট সংযোগ, ওয়াইফাই ,৩জি ,৪জি ,৫জি মোড অন করা যায়। এক কথায় আধুনিক স্মার্টফোন এর ফুল প্যাকেজে। 

আইফোন কোথায় তৈরী হয়

বর্তমানে আইফোন তৈরী কোথায় তৈরী হচ্ছে এ নিয়ে না জল্পনা কল্পনা তৈরী হয়েছে। তবে বিশ্ব কাঁপানো আইফোন তৈরি হয় চীনেই। অ্যাপল পণ্য পেটেন্ট আর বিপণনে কাজ করে অ্যাপল। সংবাদমাধ্যম সূত্র এ তথ্য জানা গেছে। 

শুধু আইফোন নয়। আইফোনের এ যাবৎকালের যতগুলো পণ্য বাজারে এসেছে এমনকি আইপ্যাড পর্যন্ত চীনেই প্রস্তুত করা হয়। এ সময়ের অ্যানড্রইড স্মার্টফোন থেকে শুরু করে এইচপির ল্যাপটপ সবই তৈরি হচ্ছে চীনে।

এ নিয়ে অ্যাপল মুখপাত্রকে প্রশ্ন করা হলে তারা জানায় , পণ্য তো গ্লোবাল। সুতরাং এটা কোথায় তৈরি হচ্ছে এ নিয়ে প্রশ্নের কোনো অবকাশ নেই। বরং এর মান নিয়ে আলোচনা হতে পারে। এটি তৈরির পেছনের রূপকারদের নিয়ে কথা হতে পারে। 

আইফোনের সব মডেলের নাম

  • iPhone
  • iPhone 3G
  • iPhone 3GS
  • iPhone 4
  • iPhone 4S
  • iPhone 5
  • iPhone 5s
  • iPhone 5c
  • iPhone 6
  • iPhone 6s
  • iPhone 6S Plus
  • iPhone SE
  • iPhone 7
  • iPhone 7 Plus
  • iPhone 8
  • iPhone X
  • iPhone 10R
  • iPhone 10S
  • iPhone SE
  • iPhone 11
  • iPhone 12 mini
  • iPhone 12
  • iPhone 13 mini
  • iPhone 13
  • iPhone 13 Pro Max
  • iPhone 14 Pro Max
  • iPhone 15 Pro Max
বর্তমানে আইফোনের 15 Pro Max বাজারজাত হয়েছে।

আইফোন ১৫ প্রো ম্যাক্স দাম কত?

বাংলাদেশে সর্বশেষ iPhone 15 Pro Max এর দাম ১লক্ষ ৬০ হাজার ৫০০ টাকা  থেকে শুরু।
যারা চাচ্ছেন  নেক্সট লেভেল পারফর্মেন্স আর প্রফেশনাল গ্রেড ক্যামেরা তাদের জন্যে iPhone 15 সিরিজ. সাশ্রয়ী দামে যদি চান বড় ডিসপ্লের আইফোন তবে আপনার জন্য iPhone 15 Plus হবে বেস্ট একটি স্মার্ট ফোন। এবার সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন গুলো হলো সবকটি নতুন আইফোনে লাইটনিং পোর্ট সরিয়ে ইউএসবি টাইপ সি পোর্ট যোগ করা হয়েছে। এই ফোনে টাইটেনিয়াম ম্যাটেরিয়াল বিল্ড ব্যাবহার করা হয়েছে। এই ফোনদুটি Apple 3nm A17 চিপসেটে রান করে।
বেশ কিছু পরিবর্তন এসেছে আইফোনের এই মডেলটিতে। বর্তমানে সারা বিশ্বে বেশ জনপ্রিয় হয়ে উঠছে এই মডেলটি।
আরো পড়ুন: Samsung Galaxy S23

সবচেয়ে কম দামে আইফোন  কোন দেশে পাওয়া যায়?

আমেরিকাতে সবচেয়ে কম দামেআইফোন কিনতে পাওয়া যায়। কারণটা হচ্ছে এটি তাদের দেশের  পণ্য তারা খুব সহজেই অনেক কম দামে আইফোন ক্রয় করে থাকে।
আশা করছি আপনি আজকের ব্লগটি থেকে আপনারা আইফোন সম্পর্কে সঠিক তথ্য পেয়েছেন।  নিয়মিত টেক বিষয়ে ব্লগ পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *