আজকে আমরা এই আর্টিকেলে জানবো গুগল ট্রান্সলেট বাংলা টু ইংলিশ অনুবাদের নিয়ম। কারণ এখনকার সময় ইংরেজি জানাটা খুব প্রয়জনীয় যদি আপনি খুব বড় কিছু করতে চান বা কোথাও ইন্টারভিউ দিতে গেলে আমাদের ১০০% english জানা দরকার হয় , কিন্তু আমরা অনেকে ইংরেজি ঠিক ঠাক জানা থাকে না, কারণ আমাদের মাতৃভাষা হলো বাংলা।
সুতরাং আপনি যদি (বাংলা টু ইংলিশ) bengla to english শিখতে চান একদম সহজভাবে তাহলে আপনি সঠিক সাইটে এসেছেন। আমি এই আর্টিকেলে আপনার সাথে শেয়ার করবো কিভাবে আপনি শিখতে পারবেন তার সমস্ত প্রসেস গুলো। আশা করি আপনি একবারে শিখে যাবেন।
গুগল ট্রান্সলেট কি ( What Is Google Translate )
গুগল ট্রান্সলেট ( Google Translate ) হলো এমন একটি সফটওয়্যার বা টুল যার মাধ্যমে সহজেই আপনি আপনার অজানা যেকোনো ভাষাকে ট্রান্সলেট করতে পারবেন নিজের ভাষায়। এবং গুগল ট্রান্সলেট ( Google Translate ) সবসময় নির্ভুল তথ্য সাথে সঠিক ব্যাকরণের সাথে যেকোনো ভাষাকে অন্য ভাষায় রুপান্তর ( Translate ) করতে সক্ষম।
গুগল ট্রান্সলেট ( Google Translate ) যার মাধ্যমে ব্যাক্তিগন নিজের কাঙ্ক্ষিত শব্দ বা বাক্য গুলো চাইলে নিজের ভাষায় রুপান্তর করে নিতে পারবেন।
গুগল ট্রান্সলেট ( Google Translate ) এর নির্ভরযোগ্য বিশ্বস্ত কার্য পদ্ধতির জয় আসলে সবাই এই সফটওয়্যার বা টুল টি ব্যবহার করে থাকেন। ও আর হ্যা ! গুগল ট্রান্সলেট ( Google Translate ) সরাসরি গুগল নিজে পরিচালনা করে থাকে যার কারনে পারদর্শিতা আরো বেশি হয়ে থাকে।
গুগল ট্রান্সলেট ( Google Translate ) আমাদের মত কম বিদ্যা অর্জন কারি অথবা বলা যেতে পারে আমরা যারা ইংরেজি ভাষায় খুব একটা ভালো না, তাদের জন্য একটি অন্যতম সৃষ্টি গুগল এর । তো জানা হয়ে গেল গুগল ট্রান্সলেট কি ( What Is Google Translate ) এবং গুগল ট্রান্সলেট ( Google Translate ) কোন কোম্পানির ।
গুগল ট্রান্সলেট এর কাজ কি ? ( What Does Google Translate )
গুগল ট্রান্সলেট ( Google Translate ) এর কাজ হলো একটি ভাষার লেখা বা বাক্য কে অন্য যেকোন ভাষায় রুপান্তর (Translate) করা। অর্থাৎ আপনি যদি কিছু শব্দ বাংলায় অনুবাদ করতে চান তাহলে সহজেই আপনি সেটি গুগল ট্রান্সলেট ( Google Translate ) এর মাধ্যমে করে নিতে পারবেন কোন প্রকার ঝামেলা ছাড়াই। তাছাড়া গুগল ট্রান্সলেট ( Google Translate ) সম্পূর্ণ ফ্রি গুগল ট্রান্সলেট এর জন্য আলাদা কোন অর্থ প্রয়োজন নেই।
মজার ব্যাপার হলো গুগল ট্রান্সলেট ( Google Translate ) মোবাইল এবং কম্পিউটার দুই ধরনের ডিভাইস এই ব্যবহার করা যায়। মোবাইল ব্যবহারকারীদের জন্য গুগল ট্রান্সলেট ( Google Translate ) গুগল প্লে স্টোর এ এপ্লিকেশন আকারে প্রকাশ করা হয়েছে।
কিভাবে গুগল ট্রান্সলেট ব্যবহার করবেন । গুগল ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ
১. গুগল অনুবাদ ওয়েবসাইট ব্যবহার করে ট্রান্সলেট করুন:
এখন নিচে আমরা জানবো কিভাবে গুগলের অফিসিয়াল ট্রান্সলেশন ওয়েবসাইট ব্যবহার করে আমরা বাংলা তো ইংরেজি বা ইংরেজি থেকে বাংলা অনুবাদ করতে পারি।
স্টেপ ১.
সবচে আগে আপনার নিজের কম্পিউটার, ল্যাপটপ বা স্মার্টফোনের ব্রাউসার (browser) থেকে যেতে হবে গুগল ট্রান্সলেট এর ওয়েবসাইটে।
এখন, ওপরে আপনি যা দেখছেন ঠিক সেরকম দুটো বাক্স আপনারা ওয়েবসাইটে দেখবেন।
স্টেপ ২.
এখন ভাষা বেছে নেয়ার পর আপনি, বামদিকের বাক্সে যেই বাক্যের অনুবাদ চান সেই বাক্য (sentence) বা শব্দ (word) বাংলাতে লিখুন।
এখন ওপরে ছবিতে দেখানোর মতোই, আপনার লেখনের সাথে সাথেই বাক্যের ইংরেজি অনুবাদ আপনারা দেখতে পাবেন।
আপনার কেবল সঠিক ভাবে বাংলাতে লিখতে হবে,
ব্যাস গুগল ট্রান্সলেট নিজে নিজেই আপনার লেখা শব্দ বা বাক্য ইংলিশ (English) বা অন্য যেকোনো বেচেনিয়া ভাষাতে অনুবাদ করতে থাকবে।
২. Google search দ্বারা অনুবাদ বা ট্রান্সলেট করুন:
এখন আপনারা যদি translator tool এর ওয়েবসাইটে না গিয়ে ডাইরেক্ট শব্দের অনুবাদ করতে চান, তাহলে কেবল একটি গুগল সার্চ করেই সেটা সম্ভব।
স্টেপ ১.
সবচে আগেই আপনারা নিজের মোবাইল বা কম্পিউটার থেকে Google.com এ যেতে হবে। এর পর, সার্চ বাক্সে লিখতে হবে “Google translate“.
স্টেপ ২.
৩. মোবাইলে গুগল ট্রান্সলেট app ব্যবহার করুন:
এখন সোজা, app ব্যবহার করে যেকোনো সময় যেকোনো ভাষা থেকে যেকোনো ভাষাতে বাক্যের অনুবাদ করুন।
আপনি যদি বিদেশে ঘুরতে গেছেন এবং আপনি সেই জায়গার ভাষা জানেননা,
তাহলে গুগল ট্রান্সলেট app ব্যবহার কোরে বাংলা লিখে সেই জায়গার ভাষাতে শব্দ বা বাক্য অনুবাদ করতে পারবেন।
বাংলা থেকে ইংরেজি অনুবাদের উদাহরণ :
বাংলা থেকে ইংরেজি অনুবাদের সময় আপনাকে কিছু কথা মনে রাখতে হবে যেমন : সঠিক ভাবে ভাষাকে অনুবাদ করা, শব্দ ও তার অর্থ সম্পর্কে জানা দরকার, এবং ভাষার গঠন সম্পর্কে গেইন থাকা দরকার,(মানে হলো আপনি যদি বাংলাভাষা সঠিভাবে বলতে বা লিখতে পরনে তাহলে হবে।) আমি কিছু উদহারণ নিচে দিয়েছে যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে কাজেলাগে :
বাংলা | ইংরেজি |
---|---|
১. আপনি কেমন আছেন? | How are you? |
২. আপনি কাজ কি করেন? | What do you do at work? |
৩. আপনি কোথায় থাকেন? | Where do you live? |
৪. আপনার বাড়ি কোথায়? | Where is your home? |
৫. আপনার বাড়িতে কে কে আছেন? | Who is in your house? |
৬. তোমার বাবা ও মায়ের নাম কী? | What is your father and mother’s name? |
৭. তোমার বাবা ও মা কি করেন? | What do your parents do? |
৮. তোমার শিক্ষাগত যোগ্যতা কী? | What is your educational qualification? |
৯. তুমি এখন কি করো? | What do you do now? |
১০. আপনার বয়স কত? | How old are you? |
১১. আপনি এখন কোথায় যাবেন? | Where do you go now? |
১২. আমি এখন ট্রেনে আছি। | I am on the train now. |
১৩. আমার বাড়ি যেতে দেরি হবে। | I will be late going home. |
১৪. আমার শরীরটা ঠিক মত সুস্থ নেয়। | My body heals properly. |
১৫. আপনি কিছু খেয়েছেন? | Have you eaten anything? |
১৬. কাল অবশই আসবেন আমার বাড়িতে। | You will definitely come to my house tomorrow. |
১৭. চলুন দার্জিলিং থেকে ঘুরে আসি। | Let’s travel from Darjeeling. |
১৮. মা আমাকে একটা ফোন কল দাও তো. | Mom give me a phone call. |
১৯. আমার খুব খিদে পেয়েছে খেতে দাও। | I’m very hungry, let me eat. |
২০. আপনার মোবাইল কত টাকা দিয়ে কিনলেন এবং কোন কোম্পানি? | How much money did you buy your mobile and which company? |
আমাদের শেষ কথা,
তাহলে বন্ধুরা, আশাকরি গুগল ট্রান্সলেট কি ? এবং গুগল ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ অ্যাপ কিভাবে ব্যবহার করবেন ?
সেটা আমি আপনাদের ভালো কোরে বুঝিয়ে দিতে পেরেছি।
আপনারা যদি ঘরে বসে ইংরেজি ভাষার বিভিন্ন শব্দ ও বাক্য গুলো বলতে ও শিখতে চান,
তাহলে, এই টুল ব্যবহার করে বাংলা থেকে ইংরেজিতে অনলাইন অনুবাদ করে আপনারা অনেক ভালো ভাবে ইংরেজি শিখতে পারবেন।
কেবল ইংরেজি নয়, যা আমি ওপরে বলেছি আপনারা অনেক আলাদা আলাদা রকমের ভাষাতে বাংলার অনুবাদ করতে পারবেন এবং সেই ভাষাগুলি শিখতে পারবেন।
একবার অবশই ব্যবহার করে দেখুন Google এর এই অনলাইন ট্রান্সলেটর টুল।