বেশির ভাগ সময় বিভিন্ন প্রয়োজনে আমাদের ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার দরকার হয়। আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন বা একজন ডিজিটাল মার্কেটার তাহলে তো আপনার প্রায়ই ছবির ব্যকগ্রাউন্ড রিমুভ করার প্রয়োজন পড়ে। আমরা অনেক সময় ইউটিউব ভিডিও থাম্বনেইল বা পোস্টারে নিজের ছবি যুক্ত করে থাকি আর এজন্য আমাদে ছবির ব্যকগ্রাউন্ড রিমুভ করার দরকার হয়। ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সফটওয়্যার গুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় সফ্টওয়্যার হল রিমুভ বিজি।
কোন ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য তো আপনাকে রিমুভ বিজি সম্পর্কে জানতে হবে। এছাড়া রিমুভ বিজি আপনি যত সময়ে একটি ছবির ব্যকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, আর আমি আজকে আপনাদের ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পদ্ধতি সম্পর্কে বলব সে পদ্ধতিতে আপনি খুবিই অল্প সময়ে যেকোন ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন।
কিভাবে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় তার কিছু সহজ উপায় –
তাহলে নিচে রিমুভ বিজি দিয়ে সহজ প্রক্রিয়াটি ব্যবহার করে সেই কাজ করে নিতে পারবেন।
- প্রথমেই, আমি আপনাদের “রিমুভ বিজি (Remove.bg)” ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে ফটো থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় তার নিয়ম নিচে উল্লেখ করবো।
- সর্বপ্রথমে আপনাদের চলে যেতে হবে, “Remove.bg” ওয়েবসাইটে।
- Remove.bg একটি অনেক ভালো ও উন্নত Automatic Photo Background Removal টুল।
- এখানে যেকোনো ছবি (Image) আপলোড করলেই, নিজে নিজে সেই ইমেজ এর ব্যাকগ্রাউন্ড মুছে যাবে।
এবার আপনি আপনার ডাউনলোড করা ব্যাকগ্রাউন্ড ছাড়া ফটোটি যেকোনো অন্য ছবিতে বসিয়ে দিতে পারবেন। মানে, ইউটিউবের থাম্বনেইল বা ব্লগ পোস্ট এর থাম্বনেইল বানানোর ক্ষেত্রে ছবিটি ব্যবহার করতে পারবেন।
আশা করি আপনারা এই আর্টিকেল পরে সহজেই রিমোভ বিজি দিয়ে ছবির ব্যাকগ্রাউন্ড রিমোভ করতে পারবেন।