Best Camera Phone । বাংলাদেশের সেরা ক্যামেরা ফোন ২০২৪

Best Camera Phone (বাংলাদেশের সেরা ক্যামেরা ফোন ২০২৪)

কোন মোবাইলের ক্যামেরা সবচেয়ে ভালো। বর্তমান ডিজিটাল যুগের সাথে তাল মিলিয়ে বের হচ্ছে নতুন নতুন ভালো ক্যামেরার ফোন। আর এখনকার যুগের ছেলে মেয়েদের মূল আকর্ষণ হচ্ছে Best Camera Phone. কেননা বর্তমানে সব ছেলে মেয়েরা Best Camera Phone দিয়ে সুন্দর সুন্দর ভিডিও এবং ছবি তুলে। আগে মানুষ ডিএসএলআর দিয়ে বিভিন্ন ধরনের ছবি তুলতে পছন্দ করতো তবে বর্তমান জেনারেশনে সবাই ভালো মোবাইলের ক্যামেরা দিয়ে ফটোগ্রাফি করে।

যার কারণে সবাই ফোন কেনার আগে কোন মোবাইলের ক্যামেরা সবচেয়ে ভালো সেটা দেখে নেয়। তাই তারা মোবাইলের বিস্তারিত ক্যামেরার তথ্য জানার জন্য অনলাইনে অনুসন্ধান করে কোন মোবাইলের ক্যামেরা সবচেয়ে ভালো। আজকের পোস্টে বর্তমানে কোন মোবাইলের ক্যামেরা সবচেয়ে ভালো এবং কম দামে ভালো ক্যামেরা ফোন কোন গুলো সেগুলো ফোন সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করবো।

স্যামসাং গ্যালাক্সি এস২৩ আল্ট্রা – Samsung Galaxy S23 Ultra

প্রতি বছরের ন্যায় ২০২৩ সালেও স্যামসাং তাদের Best Camera Phone নিয়ে এসেছে তাদের সবথেকে দামী ফ্ল্যাগশিপ ফোনে। স্যামসাং গ্যালাক্সি এস২৩ আল্ট্রা প্রতিবারের মতো এবারও থাকবে এই বছরের সেরা কিছু ফোন ক্যামেরার কাতারে। স্যামসাং তাদের সবথেকে সেরা ও লেটেস্ট ক্যামেরা প্রযুক্তি দিয়ে এই সিরিজের ফোনের ক্যামেরা ডিজাইন করে থাকে। এবারও থাকছে না তার ব্যতিক্রম। ২০০ মেগাপিক্সেলের মূল ক্যামেরা লেন্স নিয়ে বাজারে এসেছে ফোনটি!

এই ফোনের পিছনে আপনি পেয়ে যাবেন মোট চারটি ক্যামেরা। মূল সেন্সর বরাবরের মতোই সবথেকে সেরা ২০০ মেগাপিক্সেলের একটি সেন্সর যেটি আগের বছরের ১০৮ মেগাপিক্সেল থেকে আরও উন্নত হয়েছে। মূল ক্যামেরায় ওআইএস, লেজার অটোফোকাস সহ আধুনিক সকল ফিচার রয়েছে। ফলে ছবি কিংবা ভিডিও সব ক্ষেত্রেই একদম সেরা মোবাইল ক্যামেরার খেতাব পেতে পারে ফোনটির মূল লেন্স।

এছাড়াও পাবেন ১০ মেগাপিক্সেলের একটি পেরিস্কোপ টেলিফটো লেন্স যা ১০ গুন পর্যন্ত জুম সাপোর্ট করে। আরেকটি ১০ মেগাপিক্সেলের সাধারণ টেলিফটো লেন্সও রয়েছে যেটি ৩ গুন জুম করবে সহজেই। ১২ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরাটিও অনেক ওয়াইড জায়গা নিয়ে ছবি তুলতে পারে এবং মূল ক্যামেরার মতো মান বজায় রেখেই ছবি তুলে ফেলতে সক্ষম। এবারে স্যামসাং নাইট ফটো এবং ভিডিওগ্রাফির দিকেও নজর দিয়েছে। ফলে রাতের বেলাও অসাধারণ সব ছবি আর ভিডিও করা সম্ভব ফোনের মাধ্যমে। সামনে পাবেন ১২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা যার মেগাপিক্সেল কম হলেও খুবই মানসম্মত একটি ক্যামেরা। সেলফি তোলার ক্ষেত্রে মানের দিকে প্রথম দিকেই স্থান পাবে এটি।

ক্যামেরা ছাড়াও কোন ফ্ল্যাগশিপ ফিচারই এখানে অনুপস্থিত নেই। বাজারের সবথেকে শক্তিশালী স্ন্যাপড্র্যাগন ৮ জেন ২ চিপ, ৬.৮ ইঞ্চির অসাধারণ ১২০ হার্টজ ডায়নামিক অ্যামোলেড ডিসপ্লে, ১২ জিবি র‍্যাম, ৫০০০ মিলিএম্প বিশাল ব্যাটারি, ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং ইত্যাদি অসংখ্য ফিচার পাবেন এই ফোনে।

স্যামসাং গ্যালাক্সি এস২৩ আল্ট্রা এর স্পেসিফিকেশনঃ

ডিসপ্লে ৬.৮ ইঞ্চি / ডায়নামিক অ্যামোলেড
প্রসেসর স্ন্যাপড্রাগন ৮ জেন ২
র‍্যাম ১২ জিবি
স্টোরেজ ২৫৬/৫১২ জিবি
মেইন ক্যামেরা কোয়াড ক্যামেরা (২০০+১২+১০+১০ মেগাপিক্সেল)
ফ্রন্ট ক্যামেরা ১২ মেগাপিক্সেল
ব্যাটারি ৫০০০ মিলিএম্প
সফটওয়্যার অ্যান্ড্রয়েড ১৩
দাম ১,৮৭,৪৯৯ টাকা ( ১২+২৫৬ জিবি)২,০৩,৫৯৯ টাকা ( ১২+৫১২ জিবি)

 Infinix Note 30 (8GB/128GB)

Feature Specification
Color Obsidian Black, Interstellar Blue, Sunset Gold
Model Note 30 (8GB/128GB)
Display 6.78-INCH, IPS LTPS, FHD+ 1080*2460, 120Hz
Processor MediaTek Helio G99 (6nm)
RAM 8GB
Internal Storage 128GB
Rear Camera 64MP( OmniVison’s OV64B40,1/2” SENSOR, 6P lens, F1.69,AF)+ 2MP+AI CAM
Front Camera 16MP (Hynix’s Hi-1631Q,1/3” sensor,5P lens,F2.0,FF)
Battery 5000mAh non-removable
Charging 45W Fast Charging
Operating System (OS) Android 13
Connectivity Options Wi-Fi 802.11 a/b/g/n/ac, Bluetooth 5.0, GPS, microUSB 2.0, USB On-The-Go, 3.5mm headphone jack
Sensors Fingerprint (side-mounted), accelerometer, gyro, proximity, compass

শাওমি ১৩ প্রো – Xiaomi 13 Pro

২০২৩ সালের শাওমির সবথেকে সেরা ফ্ল্যাগশিপ ফোন এটি। এটি তৈরিই করা হয়েছে Best Camera Phone হিসেবে। তবে এর পারফর্মেন্স বা অন্যান্য ফিচারও পুরোপুরি ফ্ল্যাগশিপ লেভেলের। শাওমি এই ফোনটির ক্যামেরা তৈরিতে বিশ্বখ্যাত ক্যামেরা ব্র্যান্ড লেইকার সাথে মিলে কাজ করেছে। ফলে এটি হয়ে উঠেছে বর্তমানের অন্যতম সেরা ক্যামেরা ফোন।

ফোনের পিছনে ৩ টি ক্যামেরা রয়েছে। ক্যামেরাগুলোতে ব্যবহার করা হয়েছে লেইকার প্রফেশনাল অপটিক্যাল লেন্স। মূল ৫০.৩ মেগাপিক্সেলের ক্যামেরায় পুরো ১ ইঞ্চির একটি লেন্স ব্যবহার করা হয়েছে। লেন্স যত বড় হয় ক্যামেরার ছবির মান তত ভালো হয়। আর তাই এই ক্যামেরা অন্যতম সেরা মোবাইল ক্যামেরা হতে পেরেছে। মূল ক্যামেরার সাথে ওআইএস, লেজার অটোফোকাসের মতো আধুনিক সুবিধাতো আছেই। ফোনের পিছনের বাকি দুটি ক্যামেরাও ৫০ মেগাপিক্সেলের।

টেলিফটো ক্যামেরাটি ৩.২ গুন পর্যন্ত জুমে ছবি তুলতে পারে। আর অপরটি আল্ট্রাওয়াইড ক্যামেরা। সবকটি ক্যামেরাই খুবই উঁচু মানের ছবি তোলে। এছাড়া ৮কে তে খুব ভালো মানের ভিডিও করা যায় ক্যামেরা থেকে। রাতেও ক্যামেরার পারফর্মেন্স অবাক করার মতো। এছাড়া সামনের ক্যামেরা হিসেবে আছে ৩২ মেগাপিক্সেলের একটি ক্যামেরা। এই ক্যামেরাটি মোটামুটি মানের সেলফি তুলতে পারে।

ক্যামেরা ফোন হলেও এটি ফ্ল্যাগশিপ ফিচারে পরিপূর্ণ। আছে স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপ, ১২০ হার্টজের ৬.৭৩ ইঞ্চি এলটিপিও অ্যামোলেড, ৪৮২০ মিলিএম্প ব্যাটারি, ১২০ ওয়াটের ফাস্ট চার্জিং ইত্যাদি অসংখ্য ফিচার। কাজেই সব মিলিয়ে এটি ২০২৪ সালের সেরা একটি ফোন।

শাওমি ১৩ প্রো এর স্পেসিফিকেশনঃ

ডিসপ্লে ৬.৭৩ ইঞ্চি / এলটিপিও অ্যামোলেড
প্রসেসর স্ন্যাপড্রাগন ৮ জেন ২
র‍্যাম ১২ জিবি
স্টোরেজ ২৫৬/৫১২ জিবি
মেইন ক্যামেরা ট্রিপল ক্যামেরা (৫০.৩+৫০+৫০ মেগাপিক্সেল)
ফ্রন্ট ক্যামেরা ৩২ মেগাপিক্সেল
ব্যাটারি ৫০০০ মিলিএম্প
সফটওয়্যার অ্যান্ড্রয়েড ১৩
দাম ৮৯,৯৯০ টাকা ( ১২+২৫৬ জিবি)

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *