Best Gaming Phone | Under 20000 In Bangladesh

Best Gaming Phone

20 হাজার টাকার মধ্যে সেরা গেমিং ফোন গুলো সে বিষয়ে জানতে চাইলে আমাদের সাথে থাকুন। বর্তমানে আমাদের বাংলাদেশে গেমারদের সংখ্যা অনেক বেশি। আর তার কারণে বেড়ে যাচ্ছে গেমিং ফোনের চাহিদা। যারা গেম খেলতে পছন্দ করেন তাদের অবশ্যই একটা ফোন প্রয়োজন হয়। এ যুগে কমবেশি সবাই গেম খেলতে পছন্দ করে কিন্তু অনেকে আছে যারা বেশি টাকা দিয়ে ফোন কেনার সামর্থ্য থাকে না। তবে গেম খেলার জন্য একটা মোটামুটি ভালো ফোনের প্রয়োজন হয়। আপনারা কম দামে 20 হাজার টাকা মধ্যে সেরা Best Gaming Phone দিয়ে গেম উপভোগ করতে পারবেন। আজকের এই পোস্টে ২০ হাজার টাকার মধ্যে সেরা কিছু গেমিং ফোনের বিস্তারিত তথ্য জানাবো।

20 হাজার টাকার মধ্যে Best Gaming Phone

২০ হাজার টাকার মধ্যে Best Gaming Phone নিয়ে আলোচনা করলে অবশ্যই রেডমি, Realme ও ইনফিনিক্স ব্র্যান্ডের মোবাইল ফোন গুলো সর্বপ্রথম থাকবে। ২০ হাজার টাকার মধ্যে Best Gaming Phone গুলো হলো Infinix Note 12 2023, Realme C55 ও Xiaomi Redmi 10 2022

এই বাজেটের মধ্যে আরো কিছু স্মার্টফোন নিচে টেবিল আকারে বর্ণনা করা হলোঃ

MODEL PRICE RAM ROM
Realme 9i 20,999 BDT 6 GB 128 GB
Infinix Note 12 19,299 BDT 6 GB 128 GB
Vivo y22 19,999 BDT 4 GB 128 GB
Xiaomi Redmi 10 19,999 BDT 4 GB 128 GB
Xiaomi Poco M3 18,499 BDT 6 GB 128 GB
Realme C35 18,999 BDT- 6 GB 128 GB
Realme Narzo 50 19,999 BDT 6 GB 128 GB
Realme Narzo 30 19,990 BDT 6 GB 128 GB
Infinix Hot 30 17,499 BDT 8 GB 128 GB
Infinix Hot 20S 18,999 BDT 8 GB 128 GB
Infinix Note 12 G96 19,299 BDT 6 GB 128 GB
Tecno Camon 20 19,990 BDT 8 GB 256 GB

১.Infinix Note 12 2023

ইনফিনিক্স ব্র্যান্ডের Infinix Note 12 2023 স্মার্টফোনটি ২০২২ সালের অক্টোবর মাসের ৬ তারিখ লঞ্চ হয়। আকর্ষণীয় এই স্মার্টফোনটি Volcanic Grey, Alpine White, Tuscany Blue কালারে এভেলেবেল আছে।

বর্ণনাঃ Infinix Note 12 2023 স্মার্টফোনটি Android 12 (XOS 10.6) অপারেটিং সিস্টেমে পরিচালিত। এই ফোনটিতে রয়েছে এমোএলইডি টাচস্কিন যুক্ত 6.7 inches ডিসপ্লে এবং Triple 50+2+0.3 Megapixel মেইন ক্যামেরা ও 16 Megapixel সেলফি ক্যামেরা।

ফোনটিতে আরো রয়েছে MediaTek Helio G99 চিপসেট, Octa-core, up to 2.2 GHz প্রসেসর ও Mali-G57 MC2 জিপিইউ। এবং 8 GB RAM ও 128 GB ROM রয়েছে। ফোনটির ব্যাটারি প্যানেলে আছে লিথিয়াম পলিমার ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং।

মতামতঃ Infinix Note 12 2023 মোবাইল ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন অনুযায়ী গেমিং এর ক্ষেত্রে এই স্মার্টফোনটি আকর্ষণীয় পারফরম্যান্স প্রদান করবে। যেহেতু এই ফোনটিতে মিডিয়াটেক হেলিও জি৯৯ চিপসেটের পাশাপাশি Octa-core 2.2 GHz প্রসেসর রয়েছে।

দামঃ Infinix Note 12 2023 মডেলের মোবাইল ফোনটির দাম ১৯,৯৯৯ টাকা।

২.Realme C55

Realme ব্র্যান্ডের Realme C55 স্মার্টফোনটি ২০২৩ সালের মার্চ মাসের ৮ তারিখ লঞ্চ হয়। বর্তমানে এই মোবাইল ফোনটি Rainforest, Sun Shower, Rainy Night কালারে পাওয়া যাচ্ছে।

বর্ণনাঃ Realme C55 স্মার্টফোনটিতে ৫০০০ এমএএইচ ব্যাটারির সাথে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সিস্টেম রয়েছে। ফোনটির ডিসপ্লে প্যানেলে আছে আইপিএস এলসিডি টাচস্ক্রিন যুক্ত 6.72 inches ডিসপ্লে। Realme C55 মোবাইল ফোনটি Android 13 (Realme UI 4.0) অপারেটিং সিস্টেমে রান করে।এই ফোনটিতে আরো রয়েছে MediaTek Helio G88 চিপসেট, Octa core, up to 2.0 GHz প্রসেসর ও Mali-G52 MC2 জিপিইউ। ফোনটির ক্যামেরা প্যানেলে আছে 8 Megapixel সেলফি ক্যামেরা ও Dual 64+2 Megapixel মেইন ক্যামেরা। এই ফোনটিতে 6 GB RAM ও 128 GB ROM রয়েছে।
মতামতঃ Realme C55 মোবাইল ফোনটিতে MediaTek Helio G88 চিপসেটের সাথে Octa core 2.0 GHz প্রসেসরের কম্বিনেশন এবং অপরদিকে ৬ জিবি র‍্যাম থাকায় এই স্মার্টফোনটি গেমিং এর ক্ষেত্রে ভালো পারফরম্যান্স দিবে।
দামঃ Realme C55 মোবাইল ফোনটির দাম মাত্র ১৮,৯৯৯ টাকা।

৩.Xiaomi Redmi 10 2022

রেডমি ব্র্যান্ডের Xiaomi Redmi 10 2022 মোবাইল ফোনটি Carbon Gray, Sea Blue কালারে অ্যাভেলেবেল আছে। এই স্মার্টফোনটি সর্বপ্রথম ২০২২ সালের ফেব্রুয়ারি মাসের ১৬ তারিখ লঞ্চ হয়।

বর্ণনাঃ Xiaomi Redmi 10 2022 মোবাইল ফোনটিতে রয়েছে 6.5 inches এলইডি টাচস্ক্রিন যুক্ত ডিসপ্লের পাশাপাশি Quad 50+8+2+2 Megapixel মেইন ক্যামেরা ও 8 Megapixel সেলফি ক্যামেরা। এছাড়াও Redmi ব্র্যান্ডের এই স্মার্টফোনটি Android 11 (MIUI 12.5) অপারেটিং সিস্টেমে রান করে।Xiaomi Redmi 10 মোবাইল ফোনটিতে আরো রয়েছে ৫০০০ এমএএইচ  শক্তিশালী ব্যাটারির পাশাপাশি ১৮ ওয়াট ফাস্ট চার্জার। এছাড়াও এই ফোনটিতে Octa core, up to 2.0 GHz প্রসেসর, MediaTek Helio G88 চিপসেট, Mali-G52 MC2 জিপিইউ রয়েছে। ফোনটিতে 4/6 GB RAM ও 64/128 GB ROM রয়েছে। মতামতঃ গেমিং এর দিক দিয়ে বিবেচনা করলে ২০ হাজার টাকা বাজেটে রেডমি ব্র্যান্ডের এই স্মার্টফোনটিকে এগিয়ে রাখা যায়। এই মোবাইল ফোনটির আকর্ষণীয় সকল ফিচারগুলো ইতিমধ্যে ব্যবহারকারীদের মাঝে সাড়া ফেলেছে।দামঃ Xiaomi Redmi 10 2022 মডেলের স্মার্টফোনটি ২টি  ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে। ১: 4 GB RAM ও 64 GB ROM দাম ১৬,৯৯৯ টাকা। ২: 6 GB RAM ও 128 GB ROM দাম ১৮,৯৯৯ টাকা।প্রিয় পাঠকবৃন্দ, উপরে আলোচিত ২০ হাজার টাকার মধ্যে সেরা গেমিং স্মার্টফোনগুলোর দাম অনলাইন থেকে সংগ্রহ করা। আপনার এলাকার মোবাইল মার্কেট অনুযায়ী এই স্মার্টফোনগুলোর দাম সামান্য কিছু কম বেশি হতে পারে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *