How To Check Gp Internet Balance- জিপি ইন্টারনেট ব্যালেন্স চেক?

How To Check Gp Internet Balance

গ্রামীণফোন, ব্যাপকভাবে GP নামে পরিচিত, বাংলাদেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবা প্রদানকারী। ডিসেম্বর 2023 পর্যন্ত, এর বর্তমান গ্রাহক ৮২.২০ মিলিয়নেরও বেশি। এটি টেলিনর এবং গ্রামীণ টেলিকম কর্পোরেশনের মধ্যে একটি যৌথ উদ্যোগ। গ্রামীণফোন বাংলাদেশের এর মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করছে। গ্রাম থেকে শহরে সর্বত্রই গ্রামীনফোন। আমরা যখন gp থেকে ইন্টারনেট কিনি কিন্তু চেক করবো কিভাবে এটা জানি না। এই ব্লগে আপনারা জানতে পারবেন How To Check Gp Internet Balance- জিপি ইন্টারনেট ব্যালেন্স চেক করতে হয় কিভাবে

How To Check Gp Internet Balance- জিপি ইন্টারনেট ব্যালেন্স চেক?

গ্রামীণ সিম ব্যবহারকারীরা *121*1*4# ডায়াল করে ইন্টারনেট ব্যালেন্স চেক করতে পারবেন।  *121*1*4# এই কোডটি ডায়াল করে আপনার ইন্টারনেট ব্যালেন্স চেক করতে পারবেন। এই কোডটি ডায়াল করার পর আপনার সিমে কত এমবি আছে তা একটি এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

GP ইন্টারনেট ব্যালেন্স চেক কোড

অনেক সময় দেখা যায় ইন্টারনেট ব্যালেন্স চেক কোড ডায়াল করার পরও ইন্টারনেট ব্যালেন্স শো করে না। সঠিক পদ্ধতি না জানার কারণে ব্যালেন্স চেক করতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তাই আজকের রেজিস্ট্রেশনে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজ ভাবে আপনার ফোনের ইন্টারনেট ব্যালেন্স চেক করবেন।

How To Check Gp Internet Balance

জিপি সিমের এমবি চেক করার দুটি উপায় রয়েছে, একটি ডায়াল করে এবং অন্যটি মাই জিপি অ্যাপ ব্যবহার করে। আপনি যেভাবে চান জিপি সিম ডাটা চেক করতে পারবেন।
কোড নম্বর ব্যবহার করে ডায়াল করতে চাইলে *121*1*4# কোডটি ডায়াল করতে হবে।
আর আপনি যদি মাই জিপি অ্যাপ ব্যবহার করতে চান তাহলে আপনাকে আপনার ফোনের প্লে স্টোরে গিয়ে মাই জিপি অ্যাপ সার্চ করে ইন্সটল করতে হবে। মিনিট ব্যালেন্স ইন্টারনেট ব্যালেন্স এসএমএস ব্যালান্স সম্পর্কে জানতে গ্রামীণফোন গ্রাহকদের ভিন্ন ভিন্ন ইউএসএসডি কোড প্রদান করে থাকে।

GP সমস্ত গুরুত্বপূর্ণ USSD কোড

জিপি মিনিট চেক কোড, ডায়াল করুন: *1000*2# অথবা *121*4*3# অথবা *121*1*2#
জিপি প্রধান ব্যালেন্স চেক করুন, কোড: *566#
অবশিষ্ট জিপি এসএমএস দেখান, ডায়াল করুন: *566*2#
জিপি মিনিট ব্যালেন্স কোড, ডায়াল করুন: *566*20#
অন্যান্য অপারেটর BDT, কোড: *566*15#
ওয়েলকাম টিউন ব্যালেন্স, কোড: *566*3#
আন্তর্জাতিক এসএমএস কোড, ডায়াল: *566*12#
ব্যালেন্স ট্রান্সফার: BTR<>PIN<>017××××××××<>ডিজায়ার অ্যামাউন্ট টাইপ করুন এবং 1000 নম্বরে পাঠান
কার্ড রিচার্জ: *555*16 ডিজিটের কোড*017××××××××#
ডেটা (এমবি) চেক: *566*10#
আরো পড়ুন : গুগল ম্যাপ কী

How To Check Gp Balance- গ্রামীন ব্যালেন্স চেক কোড কত?

গ্রামীন ব্যালেন্স চেক কোড হলো *566#, এছাড়াও আপনি গ্রামীন ব্যালেন্স চেক করার জন্য মাই জিপি অ্যাপ ব্যাবহার করতে পারেন।
পোস্টপেইড জিপি সিমের টাকা দেখার নিয়ম একই, তাই আপনি গ্রামীন ব্যালেন্স চেক করার জন্য আপনারা আমাদের দেখানো পদ্দতি ব্যাবহার করুন।
বাংলাদেশে প্রত্যেকটি অপারেটরের ইন্টারনেট অফার রয়েছে। প্রত্যেকটি অপারেটরে গ্রাহকরা ইন্টারনেট প্যাকেজ কিনে এবং ইন্টারনেট ব্যালেন্স চেক করার কোন সন্ধান করেন। তাই প্রতিটি অপারেটরের ইন্টারনেট ব্যালেন্স চেক করার কোড রয়েছে। সুতরাং আপনি যে অপারেটর ব্যবহার করে সেই অফার টারে ইন্টারনেট ব্যালেন্স চেক করার কোড জানার প্রয়োজন। প্যাকেজ কেনার পর কিংবা যেকোনো মধ্যে ইন্টারনেট ব্যালেন্স চেক করার এ কোন গুলোর মাধ্যমে আপনি খুব সহজেই চ্যাট করতে পারবেন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *