R15 V4 Price in Bangladesh

R15 V4 Price In Bangladesh

সম্প্রতি লঞ্চ হতে যাচ্ছে R15 V4। ইন্ডিয়ার বাজারে সম্প্রতি লঞ্চ হতে যাচ্ছে R15 V4 ভার্সন। আজকের এই ব্লগ এ  আমি আপনাদেরকে দেখাবো ইয়ামাহা R15 V4 বাইক এর ডিটেলস বর্ণনা এবং বাংলাদেশ ও ইন্ডিয়ার বাজারের আনুমানিক বাজার মূল্য দেখাবো। আশা করি পুরো ব্লগ দেখবেন।

R15 এর উৎপত্তি

R15 হলো Yamaha Motor Co., Ltd জাপানি ব্র্যান্ডের মোটরবাইক। Yamaha Motor Co., Ltd ১৯৯৫ সালে কোম্পানিটি তৈরী হয়। এর পূর্বের নাম ছিল নিপ্পন গাক্কি কোং লিমিটেড। এর সদর দপ্তর ইওয়াতা, শিজুওকা, জাপানে অবস্থিত। Yamaha Motor Co. Ltd 2012 সাল পর্যন্ত 109টি সমন্বিত সহায়ক সংস্থার মাধ্যমে উন্নয়ন, উত্পাদন এবং বিপণন কার্যক্রম পরিচালনা করে।

Yamaha Motor Co. Ltd সারা বিশ্বে অনেক জনপ্রিয় একটি কোম্পানি। বাংলাদেশে এই কোম্পানির বাইকের চাহিদা অনেক। বিশেষ করে  R15 V4 এর প্রতি আমাদের দেশ এর যুবকদের দুর্বলতা আছে। R15 V4 আমাদের দেশের বাইকারদের স্বপ্নের বাইকেও বলা যায়। আমাদের দেশের প্ৰত্যেকটা জেলা শহর গুলোতে Yamaha Motor Co., Ltd এর শোরুম আছে। সেখান থেকে R15 এর মতো নামিদামি বাইক কেনাবেচা হচ্ছে। আমাদের দেশে R15 এর দামটা নির্ধারণ ইন্ডিয়ান বাজারে এই বাইকটা আসার পর।

শুরুতে ইন্ডিয়ান মার্কেটে বাইক গুলো লঞ্চ হয় তার পর আমাদের দেশে। Yamaha Motor Co., Ltd এর বাইক গুলো এদেশে আসার পর একটা দাম নির্ধারণ করে শোরুম গুলোতে বিক্রির জন্য রাখা হয়ে থাকে। Yamaha Motor Co., Ltd বাইক গুলো যেমন স্টাইলিশ ঠিক তেমন তেল সাশ্রয়ী। এজন্যে আমাদের দেশে Yamaha Motor Co., Ltd সর্বাধিক বিক্রিত বাইক কোম্পানির গুলোর মধ্যে অন্যতম। 

R15 V4 Price In Bangladesh (বাংলাদেশে বিক্রয়মূল্য)

বর্তমানে R15 V4 এর বিক্রয় মূল্য ৫ লক্ষ ৯৫ হাজার টাকা

R15 V4 ভার্সনের বিবরণ 

ভাইটনাম R15 V4 ক্যাটাগরি স্পোর্টস বাইক বাইকটির ব্রণ্ড অরিজিন জাপান ইঞ্জিন কনফিগারেশন। একটি ইঞ্জিন টাইপ সিঙ্গেল সিলিন্ডার 4-stroke ফুয়েল ইঞ্জেকশন ইঞ্জিন ইঞ্জিন দিস্প্লেসমেন্ট ওয়ান হ্যান্ডেট ফাইভ পয়েন্ট ওয়ান সিসি বাইকের ম্যাক্সিমাম পাওয়ার 20188pm ম্যাক্সিমাম টক 60 নিউটন মিটার। 19 2008 পিএম সর্বোচ্চ গতি 150 কিলোমিটার পার আওয়ার প্রতি লিটার তেলে 40 কিলোমিটার পথ যাবে। ইঞ্জিন কুলিং সিস্টেম গিয়ার বক্স সেটিং অনলি সেল্ফ স্টার্ট বডি একটি লেয়ার 990 এমএম উইথ 725 mm1000 135mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স 170 মিলিমিটার 815 মিলিমিটার ফুয়েল তানক ক্যাপাচিটি। 11 লিটারারি ব্যক্তির ওজন 142 কেজি রেগেন্ট সাসপেনশন।  ডুয়েল চ্যানেল এবিএস ব্রেক সাইজ 282 মিলিমিটার রিয়ার ব্রিক সাইজ 220 মিলিমিটার ফ্রন্ট সুস্পেনশন টেলিস্কোপিক। আর রিলেশনশিপের এভাইক্টেদ ফ্রম টায়ার সাইজ 100/80 রেয়ার টায়ার সাইজ 140/70 টিউবলেস টায়ার হুইল সাইজ ও 17 ইঞ্চে । ইলেকট্রিক্যাল কনফিগারেশন বাইকের ব্যাটারি 12 ভোল্ট এলইডি টিভি এলইডি টাইপের ডাউনলোড ইউএসবি ড্রাইভের প্রাইস বাইক টি বাংলাদেশের বাজারে আসলে আনুমানিক বাজার মূল্য হতে পারে 5 লক্ষ দশ হাজার টাকার মতো. আর ইন্ডিয়ার বাজারে R15 V4 বাইকটির আনুমানিক বাজার মূল্য হতে পারে এক লক্ষ 65 হাজার রুপির মতো।
ব্রেকিং ও সাসপেনশনের ক্ষেত্রে রয়েছ দু চাকাতেই ডিস্ক ব্রেক, ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম এবং কুইক শিফটার। R15 V4 বাইকের সিটের উচ্চতা 815 মিলিমিটার, কার্ব ওয়েট 142 কেজি এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স 170 মিলিমিটার।
অসংখ্য  ফিচার  সাথে স্মার্টফোন কানেকশন, ট্র্যাকশন কন্ট্রোল, একাধিক রাইডিং মোড, ডিজিটাল স্পিডোমিটার, ওডোমিটার, ট্রিপমিটার LED হেডলাইট, টেললাইট এবং টার্ন সিগন্যাল ল্যাম্প। বাইকের চাকা রয়েছে অ্যালয় হুইল টাইপ এবং টিউব লেস টায়ার।

আকর্ষনীয় স্পোর্টস ডিজাইন ড্যাসিং লুকঃ

R15 V4 একেবারে রেসিং ট্র্যাকে চলা ইয়ামাহা R1 এবং R6 এর DNA নিয়ে তৈরি করা হয়েছে। এই বাইকগুলো থেকে অনুপ্রাণিত হয়ে R15 V4 এর ডিজাইন করা হয়েছে।  এবিং লুক থাকার কারনে বাইকটি যেকোন বাইকের থেকে বেশ আকর্ষনীয় এবং স্পোর্টি। R15 V4 দেখতে যেমন গর্জিয়াস এর কাজেও তেমন পারদর্শী এই বাইকটি। এমন ভাবে ডিজাইন করা আপনি একটানা কয়েক ঘন্টা বাইক রাইড করলেও ক্লান্তি আসবে না। R15 V4 এখন পর্যন্ত আমাদের দেশে ট্রেন্ডিং এ আছে। Yamaha Motor Co., Ltd আরো কিছু নতুন মডেল নিয়ে কাজ করতেছে আশা করি সামনে আরো ফিচার স্টাইলিশ বাইক দেখতে পাবো।
আশাকরি আজকের এই ব্লগটি থেকে অনেক কিছু জানতে পারছেন। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানান ধন্যবাদ। 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *