AI (Artificial intelligence)

AI (Artificial intelligence).

AI (Artificial intelligence) বর্তমান দুনিয়ার নতুন চমক। প্রযুক্তির ছোঁয়ায় দুনিয়া পাল্টেছে সাথে আমাদের নিত্যদিনের কার্যক্রম আরো সহজ করে দিতে  সম্প্রতি AI (Artificial intelligence) আবির্ভাব হয়েছে। AI (Artificial intelligence) মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা। কৃত্তিম বুদ্ধিমত্তা হচ্ছে কম্পিউটার বিজ্ঞান এর একটি শাখা।যেখানে মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তা শক্তিকে কম্পিউটার দ্বারা অনুকৃত করার চেষ্টা করা হয়ে থাকে। কৃত্রিম বুদ্ধিমত্তা এখন হয়ে উঠেছে একটি একাডেমিক শিক্ষার ক্ষেত্র যেখানে পড়ানো হয় কীভাবে বুদ্ধিমত্তা প্রদর্শন করবে এমন কম্পিউটার এবং সফটওয়্যার তৈরি করে।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) কীভাবে কাজ করে থাকে  :

কৃত্রিম বুদ্ধিমত্তা  Artificial intelligence Technology বা AI Technology নামে পরিচিত। সাধারণত অ্যালগরিদম ও মেশিন লার্নিং-সুবিধা কাজে লাগিয়ে বিশাল তথ্যভান্ডার বিশ্লেষণ করে ফলাফল ও অনুমান জানিয়ে থাকে।
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এর বিরতির কোন প্রয়োজন নেই। অপরদিকে মানুষ বেশি কাজ করলে ক্লান্ত হয়ে যায় এবং বিরতির প্রয়োজন হয়। এ কারনে একসঙ্গে হাজার হাজার কাজ দ্রুত কৃত্রিম বুদ্ধিমত্তা করতে পারে। পাশাপাশি খুব অল্প সময়ে নতুন অনেক বিষয় শিখতে ও জানতে পারি ।

AI এর ব্যবহার

(AI)অনলাইন শপিং

অনলাইন শপিং সিস্টেম আপনার পছন্দ এবং অপছন্দের উপর ভিত্তি করে একটি (AI)অ্যালগরিদম তৈরি করে এবং সেই অ্যালগরিদমের উপর ভিত্তি করে আপনার পছন্দের আইটেমগুলি আপনাকে উপস্থাপন করে। বর্তমানে উপলব্ধ অনলাইন শপিং অ্যাপ্লিকেশনগুলি আপনার পছন্দগুলি আরও ভালভাবে বোঝার জন্য তাদের অ্যালগরিদমের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করছে।

 (AI)ব্ল্যাক বক্স সমস্যা

মানুষের বুদ্ধিমত্তা অনুসরণ করার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পূর্ণরূপে মেশিন লার্নিং অ্যালগরিদম বা নিউরাল নেটওয়ার্কের উপর নির্ভরশীল। কিন্তু প্রধান সমস্যা হল এখানে যে অ্যালগরিদমগুলি ব্যবহার করা হয়েছে তারা আপনাকে যে রায় দেবে তা কীভাবে জানে তা জানা অসম্ভব। তাহলে বলা যেতে পারে (AI) কৃত্রিম বুদ্ধিমত্তার ঝুঁকিগুলোর মধ্যে ব্ল্যাক বক্স অন্যতম।

AI দিয়ে ভিডিও তৈরী

আজকাল অনেকেই AI  দিয়ে ভিডিও তৈরী করে সেগুলো বিভিন্ন প্লাটফর্মে আপলোড করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে। যেমনঃ ইউটিউব , ফেসবুক ইত্যাদি। AI দিয়ে ভিডিও বানানো অনেক সহজ। এখন আগের মতো নিজে ভিডিও বানাতে হয় না , AI আসার পর নতুন ফিচার নিয়ে এসেছে যাতে আপনি শুধু  টেক্সট দিয়ে দিবেন ভিডিও অটোমেটিক তৈরী হয়ে যাবে। AI কে শুধু আপনার ভিডিও টপিক দিয়ে দিলে AI আপনার ভিডিও বানাই দিবে।

AI দিয়ে ফটো ডিজাইন

অনায়াসে একটি আকর্ষণীয় ব্র্যান্ড ইমেজ তৈরি করুন। এআই ফটো এডিটরের সাথে, আপনার ব্র্যান্ডের জন্য একটি সমন্বিত ভিজ্যুয়াল স্টাইল নিশ্চিত করে ফটো জুড়ে সম্পাদনাগুলি প্রয়োগ করুন।
বর্তমানে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা ভাইরাল কিছু AI ছবি দেখি সেগুলো কিন্তু AI দিয়ে তৈরী। AI আসার পর থেকে এখন আর কষ্ট করে ইমেজে ডিজাইন করতে হয় না এক ক্লিকে ইমেজ তৈরী করা যায়। ভিন্ন ধরণের অ্যাপ রয়েছে সেগুলোর মাধ্যমে এক ক্লিকে ফটো ডিজাইন করা যায়।

AI এর ভালো দিক

AI এর ভালো দিক গুলো হচ্ছে আমাদের সময় পরিশ্রম অনেকটাই কমে আসছে। যে কাজ গুলো করতে আমাদের ঘন্টার পর ঘন্টা লেগে যেত সেখানে AI আসার পর সেটা কয়েক মিনিট এর মধ্যে করতে পারতেছি।

AI এর খারাপ দিক

AI যেমন ভালো দিক আছে তেমনি এর খারাপ দিক ও আছে।  আমরা বর্তমানে সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল ভিডিও দেখে থাকি , সেখানে মানুষের ভিডিও তে অন্যের মাথা শরীর যুক্ত করে খারাপ প্রভাব ফেলছে। অন্যের ভিডিও তে নিজের আকৃতি দিয়ে ভিডিও বানানোর ফলে অনেক অভিনেত্রীর জীবনে খারাপ প্রভাব ফেলছে। এই তো কিছুদিন আগে ইন্ডিয়ান অভিনেত্রী রাশমিকা মান্দানার ভিডিও সোশ্যাল মিডিয়া তে ভাইরাল হয় সেখানে দেখানো হয় খোলামেলা পোশাকে একজন কে ,এখানে রশ্মিকের ফেস অ্যাড করার কারণে মানুষ খুব সহজেই বিস্বাস করতেছে এটা রাশমিকা মান্দানার ,কিন্তু এটা তিনি না। এজন্যেই  AI এর খারাপ দিক গুলো আমাদের এড়িয়ে চলতে হবে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *