Youtube Video Download

Youtube Video Download

ইউটিউবে কোটি কোটি ভিডিও আছে। আজকের দিনে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ছাড়া সবচেয়ে বেশি ব্যবহৃত অ্যাপগুলির মধ্যে একটা হল ইউটিউব। কিছু কিছু ক্ষেত্রে তো ফেসবুকের থেকেও বেশি সময় আমাদের ইউটিউবে কেটে যায়। ইউটিউবে অনন্তকালের জন্য ভিডিও সংরক্ষিত থাকে। কিন্তু, আপনার কোনও একটা পছন্দের ভিডিও ধরুন আপনার দেখার ইচ্ছে হল। আর তখনই আপনার ইন্টারনেট পরিষেবা  গোলমাল দেখা দিয়েছে। আপনার মনে হতেই পারে, স্ট্রিমিংয়ের বদলে ভিডিও ডাউনলোড করা থাকলে বিশেষ সুবিধা হতো। কিন্তু ইউটিউবে প্রিমিয়াম অ্যাকাউন্ট না থাকাকালীন কি আপনি ভিডিও  ডাউনলোড করতে পারবেন। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে Youtube Video Download করতে হয়.

Youtube Video Download কিভাবে  করবো।

Youtube Video Download করার জন্য দুটি পদ্ধতি রয়েছে। এবং উভয় পদ্ধতিই খুব সহজ। আপনাকে কেবল অ্যাপটি খুলতে হবে এবং অফলাইনে দেখার জন্য যে কোনও ভিডিও ডাউনলোড করতে হবে। এই অ্যাপটি আপনাকে ফোনের লোকাল স্টোরেজে একটি ভিডিও ডাউনলোড করতে দেয় না এবং এর জন্য অন্যান্য পদ্ধতি রয়েছে।

ইউটিউব অ্যাপে, যখন আপনি কোন ভিডিও খুলবেন, আপনি তার ঠিক নিচে একটি ডাউনলোড অপশন দেখতে পাবেন। আপনাকে কেবল সেই ডাউনলোড অপশনটি ট্যাপ করতে হবে। এবং ডাউনলোড শুরু হবে। ইউজাররা ইউটিউবের লাইব্রেরি বিভাগে সমস্ত ডাউনলোড করা ভিডিওগুলি পরপর পাবেন এবং আপনি সেগুলি ইন্টারনেট ছাড়াই দেখতে সক্ষম হবেন।

বিকল্পভাবে, যখন অ্যাপটির মাধ্যমে আপনি কোন ভিডিও দেখেন, তখন আপনাকে কেবল থ্রি-ডট আইকনে ট্যাপ করতে হবে, যা ভিডিওর ডান দিকে পাবেন। একবার আপনি এটিতে আলতো প্রেস করলেই, আপনি একই ডাউনলোড অপশন দেখতে পাবেন। এই ভাবে আপনি Youtube Video Download করতে পারবেন। এছাড়াও অনেক অ্যাপ এর মাধ্যমে Youtube Video Download করা যায়।

অ্যাপ এর  মাধ্যমে Youtube Video Download করবো।

Youtube হচ্ছে বিশ্বের সব চেয়ে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম। Youtube এ লক্ষ কোটি ভিডিও আছে। আমরা অনেকেই Youtube Video Download করতে চাই এজন্যে অনেক অ্যাপস আছে যেমন Vidmate এর মাধ্যমে Youtube Video Download করা যায়।
Vidmate  হলো আজকের দিনে ভিডিও ডাউনলোড করার জন্য সবচেয়ে জনপ্রিয় একটি অ্যাপস। যার মাধ্যমে শুধু ইউটিউব নয় বরং ইউটিউব এর বাইরে যেসব ওয়েবসাইট রয়েছে। সেই সাইটে থাকা যে কোনো ভিডিও ডাউনলোড করা সম্ভব।
আর সে কারনেই আজকের দিনে প্রায় অধিকাংশ মানুষ ভিডিও ডাউনলোড করার জন্য এই Vidmate কে ব্যবহার করে আসছে।
তবে সমস্যা হলো অন্য জায়গাতে। কেননা, আপনি যদি গুগল প্লে স্টোরে গিয়ে Vidmate লিখে সার্চ করেন। তাহলে কিন্তুু আপনি অরজিনাল অ্যাপস কে খুজে পাবেন না।
আর যদিও ভিডমেট নামে কোনো অ্যাপস খুজেও পান৷ তাহলে সেগুলো হলো একেবারে ভুয়া এপস। কারন মূল সমস্যা হলো, ভিডমেট গুগল প্লে স্টোরের নিয়ম ভঙ্গ করার জন্য।
এটিকে প্লে স্টোর থেকে একেবারে Banned করে দেওয়া হয়েছে।
এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে, প্লে স্টোরে যদি Vidmate কে খুজে পাওয়া না যায়। তাহলে আপনি কোথা থেকে জনপ্রিয় এই মোবাইল অ্যাপস কে ডাউনলোড করবেন ৷
তো সবার আগে সেই বিষয়ে একটু জেনে নেয়া যাক।

Original Vidmate Apps Download করার উপায়

যদি আপনি জনপ্রিয় অ্যাপস Vidmate দিয়ে ইউটিউব ভিডিও ডাউনলোড করতে চান ৷ তাহলে সবার আগে আপনাকে এই অ্যাপস ডাইনলোড করতে হবে। সেজন্য প্রথমে আপনি আপনার ফোন এর ডাটা কানেকশন টি চালু করবেন।
এরপর এখানে ক্লিক করতে হবে। মনে রাখবেন আপনি যদি অরজিনাল ভিডমেট অ্যাপস ডাউনলোড করতে চান ৷ তাহলে অবশ্যই আপনাকে আমার দেওয়া লিংক থেকে Vidmate Download করতে হবে। তো যখন আপনি আমার দেওয়া লিংকে ক্লিক করবেন। তখন আপনি সরাসরি একটি ওয়েবসাইটে চলে যাবেন ৷ এরপর আপনি একটু নিচের দিকে আরও একটা অপশন দেখতে পারবেন। যেখানে লেখা থাকবে “Official Download”. আপনাকে এই লেখার উপরে ক্লিক করতে হবে।
যখন আপনি এই লেখার উপর ক্লিক করবেন ৷ তখন আপনি আরও একটি Alart নোটিফিকেশন দেখতে পারবেন। যেখানে লেখা থাকবে যে, উক্ত এপস টি আপনার ফোনের জন্য Harmful. কিন্তুু আপনি সেগুলো দেখে ভয় পাবেন না। বরং Continue anyway তে ক্লিক দিবেন। এরপর যদি আপনি উপরে দেওয়া পদ্ধতি অনুসরন করেন ৷ তাহলে আপনি একেবারে Orginal Vidmate download করতে পারবেন। তো এগুলো হলো আপনার ফোনের জন্য অরজিনাল ভিডমেট ডাউনলোড করা পদ্ধতি।
এখন আপনাকে জেনে নিতে হবে যে, কিভাবে আপনি Vidmate দিয়ে ইউটিউব ভিডিও ডাউনলোড করতে পারবেন। চলুন এবার সে সম্পর্কে জেনে নেয়া যাক।

Youtube Video Download করুন SaveFrom.net থেকে

SaveFrom.net হচ্ছে এখনকার সব চেয়ে জনপ্রিয় Youtube Video Download অ্যাপস। এখান থেকে আপনি খুব সহজেই Youtube Video Download করতে পারবেন। নিচের ধাপ গুলো ফলো করুন।
  • প্রথমে ব্রাউজার এ SaveFrom.net ওপেন করুন
Youtube Video Download
  • তারপর youtube থেকে আপনি যে ভিডিও টা Download করতে চান সেটির লিংক কপি করে এখানে পেস্ট করে দিন
Youtube Video Download
তারপর download এ ক্লিক করে আপনার পছন্দের ভিডিও টা খুব সহজেই download করে নিন।
আশা করি আপনারা এই ব্লগ থেকে সঠিক নিয়মে Youtube Video Download করতে পারবেন। নিয়মিত এ রকম ব্লগ পেতে কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ। 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *