আমাদের বাংলাদেশ থেকে প্রত্যেক দিন হাজার হাজার মানুষ ইন্ডিয়া যাচ্ছে বিভিন্ন ধরনের কাজে। কেউ ব্যবসায়ীক কাজে, কেউ ভ্রমণে, কেউ কাজের উদ্দেশ্য আবার কেউ চিকিৎসার জন্য। আপনারা হয়তো সবাই জানেন নিজের দেশ থেকে অন্য দেশে যাওয়ার জন্য সেই দেশের অনুমতি নিতে হয়। আর অনুমতি নেওয়া হয় ভিসার মাধ্যমে।
আপনারা যখন নিজের দেশ থেকে অন্য দেশে যাবেন তখন অবশ্যই নিজের পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক চেক করে নিবেন। কারণ, অনেক অসাধু বা দালান থাকে যারা আপনাকে টাকার বিনিময়ে বিভিন্ন দেশের বিভিন্ন ভিসা দিয়ে থাকে। তাদের দেওয়া ভিসা সঠিক কিনা সেটা অবশ্যই চেক করে নেওয়া উচিত।
আজকের আর্টিকেলে পাসপোর্ট নাম্বার দিয়ে Indian Visa Check করার নিয়ম বলবো। আপনারা যারা ইন্ডিয়া যাওয়ার জন্য ভিসা করেছেন তাদের ভিসা সব কিছু ঠিক আছে কিনা সেটা অনলাইনে ঘরে বসে চেক করে দেখতে পারবেন।
Indian Visa Check করার নিয়ম
ওমান, ইন্ডিয়া সহ সকল দেশের ভিসা চেক করার নিয়ম একই। আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে সব দেশের ভিসা চেক (visa check) করতে পারবেন।
অনলাইনে নিজে ঘরে বসে ইন্ডিয়ান ভিসা চেক করার জন্য নিদিষ্ট ওয়েবসাইট IVAC (ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার) এই ওয়েবসাইটে যেতে হবে।
সরাসরি Indian Visa Check করার ওয়েবসাইটে যাওয়ার জন্য এই লিংকে ক্লিক করুন। এবার নিচের ছবির মতো একটি পেজ দেখতে পাবেন।
এবার বামপাশে মেন্যু থেকে Track Your Application অপশনে ক্লিক করে আপনার আবেদন ট্র্যাকিং জন্য এখানে ক্লিক করুন অপশনে ক্লিক করুন।
এবার আপনাকে নতুন আর একটি পেজে নিয়ে যাওয়া হবে। সেখানে দুইটা অপশন দেখতে পাবেন। এখান থেকে Regular Visa Application অপশনে ক্লিক করবেন।
এবার আপনাকে Indian Visa Check করার পেজে নিয়ে যাবে। নিচের ছবিতে যেমন পেজ দেখতে পাচ্ছেন।
এখানে আপনাকে ক্যাপচা এবং পাসপোর্ট নাম্বার দিয়ে সাবমিট অপশনে ক্লিক করতে হবে –
- Please type above code – ক্যাপচা কোড লিখুন
- Web file Number – পাসপোর্ট নাম্বার লিখুন
- শেষে Submit অপশনে ক্লিক করুন
এবার আপনার ইন্ডিয়ান ভিসার সকল তথ্য দেখানো হবে। এভাবে আপনি নিজের পাসপোর্ট নাম্বার দিয়ে Indian Visa Check করতে পারবেন।
পাসপোর্ট নাম্বার দিয়ে Indian Visa Check | Indian visa check online by passport number
পাসপোর্ট নাম্বার দিয়ে ইন্ডিয়ান ভিসা চেক করার জন্য ভিজিট করুন https://www.ivacbd.com এই লিংকে। এরপর “ভিসা আবেদন ট্র্যাক” অপশনে ক্লিক করুন। এখানে আপনার ভিসা অ্যাপ্লিকেশন স্লিপ নাম্বার এবং ক্যাপচা কোড টাইপ করুন। শেষে Submit অপশনে ক্লিক করলে ইন্ডিয়ান ভিসার সকর তথ্য দেখতে পাবেন।
Www ivacbd com আপনার ভিসার আবেদন ট্র্যাক করুন
আপনার ইন্ডিয়ান ভিসার আবেদন ট্র্যাক করতে ভিজিট করুন www.ivacbd.com ওয়েবসাইট। এরপর আপনার অ্যাপ্লিকেশন স্লিপ নম্বর এবং ক্যাপচা কোড প্রদান করে সাবমিট অপশনে ক্লিক করলে Indian Visa Check করতে পারবেন।
কেন ভিসা চেক করবেন?
আমরা সাধারণত নিজের দেশ থেকে অন্য দেশে যাওয়ার জন্য ভিসা নিয়ে থাকি। অনেকে টাকার বিনিময়ে বিভিন্ন লোকের কাছ থেকে ভিসা গ্রহণ করে।
অনেক অসাধু বা দালাল কর্তৃক ভুয়া ভিসা গ্রহণ করে। যার ফলে তারা অন্য দেশে গিয়ে নানা ধরনের ভোগান্তির সম্মুখীন হতে হয়।
তাই কোনো দেশে যাওয়ার আগে ভিসা হাতে পেলে অবশ্যই পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করে নিবেন। অর্থ্যাৎ আপনার ভিসা সঠিক কিনা সেটা যাচাই করে নিবেন।
Good