প্লে স্টোর | কিভাবে প্লে স্টোর ডাউনলোড করব

প্লে স্টোর

সময়ের সব চেয়ে জনপ্রিয় অ্যাপ স্টোর হিসেবে  নিঃসন্দেহে আমরা বেছে নিবো গুগল প্লে স্টোর কে। এটি বিশ্বে সব্বোর্চ ব্যবহারকৃত  অ্যাপ স্টোর। লক্ষাধিক অ্যাপ নিয়ে প্লে স্টোর গঠিত। গুগল প্লে স্টোর গঠিত হয় আজ থেকে ১৫ বছর আগে ২০০৮ সালের ২২ অক্টোবরে।

প্লে স্টোর সমস্ত এন্ড্রয়েড ফোনে ইন বিল্ট ইনস্টল করা থাকে। এই অ্যাপ থেকে আপনি ডিভাইসে সমস্ত নতুন অ্যাপ ইনস্টল ও আপডেট করতে পারবেন। এই অ্যাপটি ফোন থেকে ডিলিট বা আন ইনস্টল করা যায় না। যদি কোনো কারণে  অ্যাপটি ডিলিট হয়ে যায় বা আপনি লেটেস্ট প্লে স্টোর  অ্যাপটি আপডেট  করতে চান, তাহলে কি করতে হবে সেই উত্তর এই পোস্টে আপনারা পেয়ে যাবেন।

প্লে স্টোর ডাউনলোড

অনেকের মনে প্রশ্ন থাকে কিভাবে প্লে স্টোর ডাউনলোড করবো। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে প্লে স্টোর ডাউনলোড করতে হয়। নিচের স্টেপ গুলো ফলো করুন এবং খুব সহজে অ্যাপটি ডাউনলোড করে ফেলুন।
ধাপ ১: যদি আপনার ফোন এ অ্যাপটি ডাউনলোড করা না থাকে তাহলে শুরু তে  হাতে থাকা স্মার্টফোন এ ডাটা অন করুন। তারপর ক্রোম ব্রাউজার এ গিয়ে প্লে স্টোর লিখে সার্চ দিন।
প্লে স্টোর

 

তারপর এখানে ক্লিক করুন তারপর আপনাদের সরাসরি গুগল প্লে স্টোরে নিয়ে যাবে এবং আপনাদের প্লে স্টোর ডাউনলোড /ইনস্টল করতে বলবে। আপনাদের ওখান থেকে ইনস্টল করে নিতে হবে।
প্লে স্টোর
এখানে ডাউনলোড করা হয়ে গেছে। এইভাবে আপনারাও ডাউনলোড করতে পারবেন। অনেকের আগে থেকে অ্যাপটি অটোমেটিক ফোন এ ইনস্টল করা থাকে কিন্তু খুঁজে পান না। তারা নিচের ধাপ ফলো করুন।

মোবাইল ফোনে প্লে স্টোর অ্যাপ কোথায় থাকে?

  • মোবাইল ফোনের সার্চ বার গিয়ে Playstore /প্লে স্টোর লিখে সার্চ দিতে হবে।
প্লে স্টোর

এখান থেকে খুব সহজেই গুগল অ্যাপটি খুঁজে পাওয়া যায়।

প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করবেন কিভাবে?
  • প্রথমে আপনাকে প্লে স্টোর ওপেন করতে হবে তারপর সার্চ বার এ গিয়ে আপনি যে অ্যাপটি ডাউনলোড করতে চান সেটি সার্চ করতে হবে 

 

প্লে স্টোর

 

প্লে স্টোর

 

প্লে স্টোর

 প্লে স্টোর থেকে অ্যাপ আপডেট করবেন কিভাবে?

  • প্লে স্টোর  অ্যাপের সাহায্যে, আপনি আপনার ফোনে ইনস্টল করা অ্যাপগুলিও আপডেট করতে পারেন।
  • প্লে স্টোর প্রোফাইলে ক্লিক করবেন ‘তারপর manage & device এ গিয়ে Update All ক্লিক করে সব অ্যাপ গুলো আপডেট করে নিন।
প্লে স্টোর

 

প্লে স্টোর

অন্য দেশে গিয়ে কিভাবে প্লে স্টোরের রিজিয়ন চেঞ্জ করবো

এক দেশ থেকে আরেক দেশে গিয়ে থাকার সময় ফোনের কিছু সেটিংসের সঙ্গে সঙ্গে গুগল প্লে স্টোরের রিজিয়নও (Google Play Store) পরিবর্তন করা প্রয়োজন । সেক্ষেত্রে আপনার প্লে স্টোরের সেটিং লোকেশন পরিবর্তন করতে হবে। কারণ গুগল প্লে স্টোর লোকেশন অনুযায়ী পরিবর্তিত হয়।
যখনই নিজেদের আইপি অ্যাড্রেস (IP Address) পরিবর্তন হবে তখনই নিজে থেকেই প্লে স্টোরে আপডেট হয়ে যাবে নেশন (Nation) এবং রিজিয়ন। এই গুগল প্লে কাউন্ট্রি পরিবর্তন করার জন্য অবশ্য  ভিপিএন (VPN) ব্যবহার করা যেতে পারে। এর মাধ্যমে অন্য নতুন দেশের নাম, লোকেশন সব কিছুই পরিবর্তন করা সম্ভব হবে। এর ফলে নতুন দেশে গুগল অ্যাপটি ব্যবহার করার সময় ইউজারদের সুবিধা হবে। সেই নতুন দেশের নিয়ম অনুযায়ী ইউজাররা তাদের পছন্দের অ্যাপ ব্যবহার করতে পারবে।
আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানান ধন্যবাদ। 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *